চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নে সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটি নিয়ে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। ইউনিয়ন পর্যায়ের ৪০ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণার মাত্র দুই দিন পরই তা স্থগিত ঘোষণা করেছে জেলা এনসিপি। মূলত নতুন কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়া ব্যক্তি আওয়ামী লীগের স্থানীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদধারী নেতা ছিলেন এমন অভিযোগ উঠার পর সংগঠনটির অভ্যন্তরে সমালোচনার ঝড় শুরু হয়।
শিরোনাম